যদি ইচ্ছে করে তবে
প্রাচীন অন্ধকারে,
এক শব্দের পাশে দাঁড়িয়ে
ভুলে যেতে পারো
এই মুখ, এই গান, এই মন।
তবুও মুখর প্রতিচ্ছবি
আয়নায় প্রতিবিম্ব নেই,
পলাতক হৃদয়ে নামে রাত
তোমার যাত্রা পথে
কুয়াশা।
তোমার চলার পথে ধূসর
স্মৃতি
ফিরে আসে নির্জন রাতে।
তোমার অনন্ত রাত
স্বপ্ন দেখতে বলে,
বলে কার কাছে ছুটে যাও
ছুটে যাও
যদি ইচ্ছে করে তবে,
এক গানের কাছে
ফিরে নতজানু হতে পারো
তবুও
স্রোতের দুপাশে
থাকবে না কেও,
থাকবো না আমি,
থাকবে না কেও,
তোমার চলার পথে ধূসর
স্মৃতি
ফিরে আসে নির্জন রাতে।
তোমার অনন্ত রাত
স্বপ্ন দেখতে বলে,
বলে কার কাছে ছুটে যাও
ছুটে যাও