প্রার্থনার উপহার আজ আমার স্মিত অবয়বে অপেক্ষার প্রহর শেষে অবশেষে আমি নির্বাণে আজ আমার এই মনে ক্ষত নেই বিশ্বাসে নেই অভিনয় সমাজের স্থূল ভয়ে দাঁড়িয়ে মাথা উচুঁ করে ঈর্ষাকাতর নির্বোধেরা আজ ধুলোয় মিশে আছে পরাজয়ে প্রার্থনায় তুমি এসো কর্মজীবীদের দলে কর্ম-ফলে তুমি আর আমি জয়ী ভিড়ো না ওদের দলে, পরজীবীদের দলে কর্মফলে পরাজয় হীনমন্যতায় আজ আমার দলে কোটি জনতা খেলে নেতিবাচকতা ওদের ছোঁয় না আমায় প্রার্থনায় এসো তোমরা আমার দলে একসাথে মোরা আজ জয়ী প্রার্থনার উপহার আজ আমার স্মিত অবয়বে অপেক্ষার প্রহর শেষে অবশেষে আমি নির্বাণে আজ আমার এ মন ক্ষত নেই বিশ্বাসে নেই অভিনয় সমাজের স্থূল ভয়ে দাঁড়িয়ে মাথা উচুঁ করে ঈষাকাতর নির্বোধেরা আজ ধুলোয় মিশে
0 Comments