আজ ভোরের আলো চোখ মেলে দেখি তুমি ঘুমিয়ে এলো চুলে এই কোনো কল্পনা নয় আজ প্রথম সকাল আজ থেকে প্রতিদিন তুমি আমার ছায়ায় বন্দি বিনিময়ে দেবো তোমায় অজস্র গোলাপ জড়িয়ে ধরে মাতাল কোরবো প্রতিটি রাত একই চাদরে জড়িয়ে থাকবো ঘাসের উপর তোমার প্রতিটি কান্না হবে আমার জন্যে আর তা মুছে দেবো আমারই হাতে তোমার প্রতিটা সুখের গল্প আমি আজ থেকে আমার চিরকাল তুমি তোমায় নিয়ে কল্পনা, শেষ আজ হলো এ যেন অধিকার, না এ প্রেম সেই প্রেমে গড়বো নতুন মানুষ ভিজবো তোমায় নিয়ে ঐ ছাদের কোণে সারা রাত জেগে হাত বোলাবো ঐ কপালে আমার স্পর্শে তোমার শিহরণ একি শুধুই অধিকার না আমার প্রেম বিনিময়ে ভালোবাসা না পেলে কখনো চলে যাবো না আমার সবকিছু তোমার জন্যে আজ থেকে আমি তোমার আজ আমার এই পূর্ণতা আজ এই প্রথম সকালে
0 Comments