অভিমানী দু'চোখ কতদিন তোমায় দেখে না অস্থির আবরনে পুড়ে যায় তবু একা অভিমানী এ মন তোমার স্মৃতিতে আজও কাতর ব্যস্ত আমি ভুলে যাচ্ছি দেখো তোমায় অভিমান আমার কখনো অন্ধকার ঘরে একা অশ্রুসজল এ চোখে যে প্রেম তা তোমার কখনো হবে না অভিমান আমার কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত ধুম্রজালে এ ঠোঁট এ ঠোঁট আর তোমার হবে না ভয় পেয়ো না, ফিরে তাকাবো না কখনো আর ডাকবো না অভিমান আমার কখনো অন্ধকার ঘরে একা অশ্রুসজল এ চোখে যে প্রেম তা তোমার কখনো হবে না অভিমান আমার কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত ধুম্রজালে এ ঠোঁট এ ঠোঁট আর তোমার হবে না বর্ষপঞ্জিকার ছেঁড়া পাতায় দাগ কাটা দিনগুলোতে একটুখানি সময় শুধু বাঁধা এতোটুকুই দেবো তোমায় এর বেশি একটু নয় নিয়ম করে এতোটুকুই তুমি আমার অভিমান আমার কখনো অন্ধকার ঘরে একা অশ্রুসজল এ চোখে যে প্রেম তা তোমার কখনো হবে না অভিমান আমার কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত ধুম্রজালে এ ঠোঁট এ ঠোঁট আর তোমার হবে না লাল শাড়িটা তুমি আমার জন্যে পড়লে না আমার নামের পদবীটা নিলে না অভিমান আমার কখনো অন্ধকার ঘরে একা অশ্রুসজল এ চোখে যে প্রেম তা তোমার কখনো হবে না অভিমান আমার কখনো বালিশে চাপা এ দীর্ঘ রাত ধুম্রজালে এ ঠোঁট এ ঠোঁট আর তোমার...
0 Comments