পাখিরা কাঁদে সন্ধ্যাতারা ডুবে গেলে আমার জীবন কাটে ঠিক এমনি এইভাবে হৃদয়ের স্পন্দনে না পাওয়া আছে মিশে পাড় ভাঙ্গা শব্দ হয়ে ভালবাসার নদীতে পাখিরা কাঁদে সন্ধ্যাতারা ডুবে গেলে আমার জীবন কাটে ঠিক এমনি এইভাবে হৃদয়ের স্পন্দনে না পাওয়া আছে মিশে পাড় ভাঙ্গা শব্দ হয়ে ভালবাসার নদীতে অজানা কিসের আশায় মন ছুটে চলে ব্যথাগুলো একি থাকে ঢেউ হয়ে আমাদের ঘিরে থাকা ছায়ারা ছিলো সুখে তুমি ছিলে তুষার আমার কল্পনার পাহাড়ে ডায়রির পাতারা ভিজেছে সোহাগি জলে ভালবাসা দিয়েছিলাম ভরে অন্তহীন চিঠিতে তোমার বদলে এখন তোমার স্মৃতিরা আছে শেষ বিকেলের বাতাস শুধু উপহাস করে কথাগুলো জমা আছে বিশাদের মাঝে অপেক্ষার নষ্ট সময় মনে পরে বারে বারে পাখিরা কাঁদে সন্ধ্যাতারা ডুবে গেলে আমার জীবন কাটে ঠিক এমনি এইভাবে হৃদয়ের স্পন্দনে না পাওয়া আছে মিশে পাড় ভাঙ্গা শব্দ হয়ে ভালবাসার নদীতে পাখিরা কাঁদে সন্ধ্যাতারা ডুবে গেলে আমার জীবন কাটে ঠিক এমনি এইভাবে হৃদয়ের স্পন্দনে না পাওয়া আছে মিশে পাড় ভাঙ্গা শব্দ হয়ে ভালবাসার নদীতে অজানা কিসের আশায় মন ছুটে চলে ব্যথাগুলো একি থাকে ঢেউ হয়ে হুম...
0 Comments