আমি তোমার দূরে থাকি,
কাছে আসবো বলে।
আমি তোমার কাছে আসিনা,
চলে যেতে হবে বলে।
তোমাকে ভালোবাসিনা,
তোমাকে হারাবার ভয়ে।
এ কেমন অনিয়ম কাদায়
আমায় প্রতিক্ষন,
এ কেমন অনিয়ম, কাদায়
আমার প্রতিক্ষন।
আহা জীবন
আহা জীবন।
ফিরতে বড় ইচ্ছে করে,
ফেরারী এমন পথটি ধরে,
যেথায় তুমি দাঁড়িয়ে আছো
বহু দুরের ঘরে। কন্ঠে
আমার হারাবার গান, অনেক
পাওয়া অনেক পরে।
পাওয়া না পাওয়া না
ম্লান হয়ে যায় অভিমানের
ঝড়ে।
এ কেমন অনিয়ম কাদায়
আমায় প্রতিক্ষন।
আহা জীবন...
দেখতে বড় ইচ্ছে করে,
তোমায় অনেক না দেখা,
বোবা ভাষা প্রাণ ফিরে
পায়, আমার ভালোবাসা।
রাত পোরালেই রাতের
কাছেই, জমিয়ে রাখি অনেক
আশা।
আধার গুলো দেয় ফিরিয়ে,
আমার সারাদিন।
এ কেমন অনিয়ম, কাদায়
আমায় প্রতিক্ষন...
আহা জীবন...