অভিলাষী আমি অভিমানী তুমি
হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তর্যামী কে বা আগে পরে
সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে
এই শহর গাড়ি বাড়ি কিছুই যাবে না
আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে
এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে
অহংকারী মানুষ উড়ায় রঙিন ফানুস
টাকা ছাড়া তার দৃষ্টিতে নেই কিছু আর পৃথিবীতে
জায়গা জমি কিনতে শুধু থাকে সে বেহুঁশ
জমিদার বেটা জানে সব বেটা তারে মানে
পৃথিবীটা তার দখলে সবকিছু তার বগলে
এক নিশ্বাসের বিশ্বাস নাই জমিদার কি জানে
আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে
এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে
যখন যাবে চলে কাকে যাবে বলে
কেউ যাবে না সঙ্গী হয়ে
পার পাবে না পালিয়ে গিয়ে
সবকিছু শুধু ঘটে যাবে চোখের পলকে
হেরে যাব আমি হেরে যাবে তুমি
তাই বলি কেউ না জেনে
ব্যথা দিয়ো না কারও মনে
কারও মনে দুঃখ দিয়ে সুখ তো পাবে না
আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে
এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে।।