তুমি একা থাকো, যখন
অগোছালো
তোমার ঘরে, নিজের মাঝে
তুমি সুখের কাছাকাছি
উড়ানো স্মৃতি, ধোয়ার
মাঝে
হারাও যখন
তখন নিঃসংগ রোদেলা
দুপুরে
ভাবছি তোমায় দূর থেকে।।
আমার ক্লান্ত চোখে, আজ
প্রশ্ন আকা
কেন তুমি আজ, অন্য মানুষ
অন্য কোন সুখের ঘরে
অচেনা গানের সুরে
মেতে আছো যেন তুমি
আমায় ভুলে
তখন নিঃসংগ রোদেলা
দুপুরে
ভাবছি তোমায় দূর থেকে।
থাকো তুমি থাকো
নিজের সুখে থাকো
আমি না হয়, দূরে কোথাও
হারিয়ে যাবো,
দুঃখ আপন করে
দুঃখ নদীর সাথে
সুখের ঠিকানা খুঁজে নিব
তখন নিঃসংগ রোদেলা
দুপুরে
ভাবছি তোমায় দূর থেকে।
তুমি একা থাকো, যখন
অগোছালো
তোমার ঘরে, নিজের মাঝে
তুমি সুখের কাছাকাছি
উড়ানো স্মৃতি, ধোয়ার
মাঝে
হারাও যখন
তখন নিঃসংগ রোদেলা
দুপুরে
ভাবছি তোমায় দূর থেকে।।