তুই চাইলে হব নদী সেখানে নামিস যদি পড়বো চাঁদ হয়ে গলে তুই জোছনা পোহালে তুই চাইলে হব নদী সেখানে নামিস যদি পড়বো চাঁদ হয়ে গলে তুই জোছনা পোহালে তুই চাইলে আকাশ নীল ভেঙে হই গাংচিল সমুদ্দুর দেব পাড়ি কথা দে যাবি না আমায় ছাড়ি কথা দে যাবি না আমায় ছাড়ি বিনিদ্র আমি হারাবো ঘুমে কথা দিস যদি স্বপ্নে আসবি নেমে গতিময় তাল লয় হীন এ ভূবন ছন্দ দিতে আয় নিয়ে সেই আলাপন বলবো তোর মত চলবো তোর মত অবাধ্য হবো না দেবো না দূর পাড়ি কথা দে যাবি না আমায় ছাড়ি কথা দে যাবি না আমায় ছাড়ি তুই চাইলে হবো সেই বাঁধভাঙা সুর লিখে দিলে সে সুরে তোর ইচ্ছেনূপুর তুই চাইলে লিখি বোকা বোকা কবিতা এই জলরং তুলোয় আঁকি ছবিটা বলবো তোর মত চলবো তোর মত অবাধ্য হবো না দেবো না দূর পাড়ি কথা দে যাবি না আমায় ছাড়ি কথা দে যাবি না আমায় ছাড়ি তুই চাইলে হব নদী সেখানে নামিস যদি পড়বো চাঁদ হয়ে গলে তুই জোছনা পোহালে তুই চাইলে হব নদী সেখানে নামিস যদি পড়বো চাঁদ হয়ে গলে তুই জোছনা পোহালে তুই চাইলে আকাশ নীল ভেঙে হই গাংচিল সমুদ্দুর দেব পাড়ি কথা দে যাবি না আমায় ছাড়ি কথা দে যাবি না আমায় ছাড়ি
0 Comments