শিক্ত থাকা এই চোখে তুমি
কোনো ভেজা স্বপ্ন পাবে না,
মেঘে ঢাকা এই রাতে তুমি
কোনো পূর্ণিমা পা'বে না।
আজ থেকে তুমি আমার চোখে
তো'মাকে খুজে পা'বেনা
শিক্ত থাকা এই চোখে তুমি
স্বপ্নের হাত ধরে চ'লে ছিলাম,
বৃষ্টির শব্দে গা'ন বু'নে ছিলাম
মৃত সেই গানটা পড়ে আছে
আমার কবিতার খাতায়
শিক্ত থাকা এই চোখে তুমি
সূর্যদ'য়ের স্নিগ্ধ সেই সে নেশা
সূর্যাস্তের অন্তিম সেই শেষ আভা
চলেছি কোন সে আলোর খুজে
একটু সুখের আশা
শিক্ত থাকা এই চোখে তুমি,
কোনো ভেজা স্বপ্ন পাবে না
মেঘে ঢাকা এই রোদে তুমি
কোনো পূর্ণিমা পাবে না।
আজ থেকে তুমি আমার চোখে
তোমাকে খুজে পা'বে না।
শিক্ত থাকা এই চোখে তুমি


Sikto thaka e chokhe tumi
kono veja shopno pabena
meghe dhaka e rate tumi
kono purnima pabena
aaj theke tumi amar chokhe
tomake khuje pabena
chopner hat dhore chole chilam
brishtir shobde gan bune chilam
mrito sey ganta pore ache
amar kobitar khatae
surjodoyer snigdho sey se neshay
surjaster roktim sey shes abhay
cholechi kon se alor khoje
ektu sukher ashay