আনমনে রাতের নিযুত তারায় অদেখা এক মুখ এঁকে যায় আনমনে রাতের নিযুত তারায় অদেখা এক মুখ এঁকে যায় একা আছি তবু নিঃসঙ্গ নই চোখ বুজে তার সাথে কথা হয় কত কাল ধরে যেন পরিচয় ভাবতেই ভালোবাসি এই তো বেশ আছি না দেখেও কাছাকাছি এভাবেই জীবন চলুক সে আমার প্রিয় অসুখ হলে হবো একঘরে তার সাথে অন্তরে অন্তর কথা বলুক সে আমার প্রিয় অসুখ হয়তো এই শহরে কতদিন আর কত বার বুঝতে পারি নি পাশ কেটে গেছি তাই পুড়েছি একই রোদে ঘোর বরষায় ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায় পুড়েছি একই রোদে ঘোর বরষায় ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায় কবে হবে তার সাথে জানাশোনা মনে চলে সুখ - সুখ দোটানা আশেপাশেই বুঝি তার আনাগোনা ভাবতেই ভালোবাসি এইতো বেশ আছি না দেখেও কাছাকাছি এভাবেই জীবন চলুক সে আমার প্রিয় অসুখ হলে হবো একঘরে তার সাথে অন্তরে অন্তর কথা বলুক সে আমার প্রিয় অসুখ আনমনে রাতের নিযুত তারায় অদেখা এক মুখ এঁকে যায় আনমনে রাতের নিযুত তারায় অদেখা এক মুখ এঁকে যায় একা আছি তবু নিঃসঙ্গ নই চোখ বুজে তার সাথে কথা হয় কত কাল ধরে যেন পরিচয় ভাবতেই ভালোবাসি এই তো বেশ আছি না দেখেও কাছাকাছি এভাবেই জীবন চলুক সে আমার প্রিয় অসুখ নাগরিক ক্লান্তিতে সাদা মাটা শান্তিতে তার কাছে মন পড়ে থাকুক সে আমার প্রিয় অসুখ এই তো বেশ আছি না দেখেও কাছাকাছি এভাবেই জীবন চলুক সে আমার প্রিয় অসুখ হলে হবো একঘরে তার সাথে অন্তরে অন্তর কথা বলুক সে আমার প্রিয় অসুখ
0 Comments