মুঠোয় যদি সুখ পেতাম
মুঠোতে থাকতো দুঃখ
তোমার মুঠোতে
স্বর্গবিলাস
আমার তালুটা রুক্ষ
মুঠো মুঠো সব সঞ্চয়ী
প্রাণ
মুঠোতে আঁকড়ে দিন
মুঠো হারানোর স্বপ্ন
যখন
অন্যের মুঠোতে রঙিন
মুঠোতে রয় ক্ষমতা, আর
মুঠোতে রয় আস্থা
মুঠোর বুকের ফিনকি দিয়ে
আঁকড়ে ধরবার প্রবণতা
কিছু কিছু মুঠোতে কালো
কালো অর্থ
কিছু কিছু মুঠোতে নেই
কোনো অন্ন
কিছু কিছু মুঠোতে
শূন্য, শূন্য, সবই শূন্য
কিছু কিছু মুঠোতে কালো
কালো অর্থ
কিছু কিছু মুঠোতে নেই
কোনো অন্ন
কিছু কিছু মুঠোতে
শূন্য, শূন্য, সবই শূন্য
মুঠোতেই বিভেদ
মুঠোতেই পাপ-পুণ্য
কিছু কিছু মুঠোতে কালো
কালো অর্থ
কিছু কিছু মুঠোতে নেই
কোনো অন্ন
কিছু কিছু মুঠোতে
শূন্য, শূন্য, সবই শূন্য
মুঠোতেই বিভেদ
মুঠোতেই পাপ-পুণ্য
মুঠো পারে করতে সব জয়
মুঠো কেড়ে নেয় সকল বিজয়
মুঠোতে মুঠোতে
হানাহানি, আবার মুঠোতে
রয় বিস্ময়
মুঠো পারে সব করতে জয়
মুঠো কেড়ে নেয় বিজয়
মুঠোতে মুঠোতে
হানাহানি, আবার মুঠোতেই
রয় বিস্ময়
মুঠোয় যদি সুখ পেতাম
মুঠোতে থাকতো দুঃখ
তোমার মুঠোতে
স্বর্গবিলাস
আমার তালুটা রুক্ষ
মুঠো মুঠো সব সঞ্চয়ী
প্রাণ
মুঠোতে আঁকড়ে দিন
মুঠো হারানোর স্বপ্ন
যখন
অন্যের মুঠোতে রঙিন
মুঠোতে রয় ক্ষমতা, আর
মুঠোতে রয় আস্থা
মুঠোর বুকের ফিনকি দিয়ে
আঁকড়ে ধরবার প্রবণতা
কিছু কিছু মুঠোতে কালো
কালো অর্থ
কিছু কিছু মুঠোতে নেই
কোনো অন্ন
কিছু কিছু মুঠোতে
শূন্য, শূন্য, সবই শূন্য
মুঠোতেই বিভেদ
মুঠোতেই পাপ-পুণ্য
কিছু কিছু মুঠোতে কালো
কালো অর্থ
কিছু কিছু মুঠোতে নেই
কোনো অন্ন
কিছু কিছু মুঠোতে
শূন্য, শূন্য, সবই শূন্য
মুঠোতেই বিভেদ
মুঠোতেই পাপ-পুণ্য
মুঠো পারে করতে সব জয়
মুঠো কেড়ে নেয় সকল বিজয়
মুঠোতে মুঠোতে
হানাহানি, আবার মুঠোতে
রয় বিস্ময়
মুঠো পারে সব করতে জয়
মুঠো কেড়ে নেয় বিজয়
মুঠোতে মুঠোতে
হানাহানি, আবার মুঠোতেই
রয় বিস্ময়
বিস্ময়...
বিস্ময়...