ছায়া মেঘ জড় হয় আকাশে
যায়না কিছুতে সরানো
প্রিয় রঙ হয়ে যায়
ফ্যাকাশে
হয়না দু'হাতে জড়ানো
ভুলে বেঁচে থাকা
নোনা জল চোখে মাখা
সুখ নেই, সুখ নেই
পৃথিবীর কারখানায়
মন কারিগর চলো বাঁধিঘর
জীবন যেখানে মানা
মন কারিগর চলো বাঁধিঘর
নতুন এক স্বপ্ন ডানা
মন কারিগর চলো বাঁধিঘর
জীবন যেখানে মানা
মন কারিগর চলো বাঁধিঘর
নতুন এক স্বপ্ন ডানা
যন্ত্রনার আধারে কেন এই
ডুবে যাওয়া
মুখ থাকে বাঁধারে
চাওয়া গুলো যেনো হাওয়া
ইচ্ছের ও আয়নায় হাজার ও
বায়নায়
সময় কাঁদে দো-টানায়
মন কারিগর চলো বাঁধিঘর
জীবন যেখানে মানা
মন কারিগর চলো বাঁধিঘর
নতুন এক স্বপ্ন ডানা
মন কারিগর চলো বাঁধিঘর
জীবন যেখানে মানা
মন কারিগর চলো বাঁধিঘর
নতুন এক স্বপ্নডানা
আবেগের খেলাঘর ভেঙ্গে
যায় অসময়ে
বিষাদের বালু-চর বাড়ে
শুধু অবিনয়ে
ইচ্ছের ও আয়ানায় হাজারো
বায়নায়
সময় কাঁদে দো-টানায়
মন কারিগর চলো বাঁধিঘর
জীবন যেখানে মানা
মন কারিগর চলো বাঁধিঘর
নতুন এক স্বপ্ন ডানা
মন কারিগর চলো বাঁধিঘর
জীবন যেখানে মানা
মন কারিগর চলো বাঁধিঘর
নতুন এক স্বপ্ন ডানা