জীবন আজো হলুদ সংবাদের পাতায় মোরা, কাঠগড়ায় আসামি আমি, তোমার নিরব ঐ বিবেক... কেন আত্মহত্যা মহাপাপ! কেন সমাজদর্শন এতো নিষ্ঠুর! অপার মানবিকতাবোধ তোমার, আমার কষ্টে তোমার অসুস্থ হাসি ।। কেন আমার হতাশার নেই কোনো সঙ্গী! কেন আমার কষ্টের নেই কোনো প্রতিবাদ! একা একা আমি একা... কষ্ট আমার একার... জীবন আজো অকথ্য ভাষার অসভ্যের মুঠোয়, যুদ্ধের আয়োজন এতোদিন পর আবারো কেন? কেন আত্মহত্যা মহাপাপ! কেন সমাজদর্শন এতো নিষ্ঠুর! অপার মানবিকতাবোধ তোমার, আমার কষ্টে তোমার অসুস্থ হাসি কেন আমার হতাশার নেই কোনো সঙ্গী! কেন আমার কষ্টের নেই কোনো প্রতিবাদ! একা একা আমি একা... কষ্ট আমার একার...
0 Comments