পাথারিয়া বাজার হতে লোকাল বাসে!
নোয়াখালী বাজার ছেড়ে যখন গাড়ি ছুটে চলে
ওই দূর আকাশ এ সূর্য তখন নিবু নিবু জ্বলে।
হটাৎ মনটা উদাস হয়ে কেন জানি ভাবতে থাকে
আসলেই কি এই জীবনটা অনেক ছুটো!!?
ঝাপসা আকাশে অজানা নীড় এর খুঁজে
এক ঝাঁক বিদেশী সাদা বক যখন উড়ে যায়
মন চায় উড়ে যাই বহুদূর
অজানার পথে অজানার নিড়ে
কাল্পনিক ভিড়ে স্মৃতির আড়ালে।
জীবনের হিসেব কস্তে কস্তে মন যখন আনমনা
হটাৎ ই বৃষ্টির ফুঁটায় ভেস্তে যায় সব কল্পনা
ভাবতে থাকি এত অচেনা মুখ
অচেনা পরিবেশ কেমনে এত আপন হয়!
Safwan uddin
0 Comments