উপমার আড়ালে লুকিয়ে থাক অভিমান বাংলা আমার লাখো ত্যাগের অভিধান বায়ান্ন আমার দখিন বাহু তর্জনী স্লোগান একাত্তর আমার সৌধচূড়া আগমনী গান আছে স্মৃতির বেদীতে রক্ত জমাট বাঁধা ভেজা মাটির গন্ধই আমার মা বাংলা আমার শত জনমের প্রার্থনা উপমার আড়ালে লুকিয়ে থাক অভিমান বাংলা আমার লাখো ত্যাগের অভিধান বায়ান্ন আমার দখিন বাহু তর্জনী স্লোগান একাত্তর আমার সৌধচূড়া আগমনী গান পলাশীর গোধূলীতে হারিয়ে যাওয়া রোদ ভোরের ঐ সূর্যে মোরা আলো দেখেছি নিঃশ্বাসে স্বাধীনতার স্বাদ, রক্তকোষে মিছিল তাই আজও মোরা লড়ে চলেছি গড়ব অনাবিল ঐ চোখে আজ আলোকিত থাক আমার মানচিত্র চমকানো আলপনা শত জনমের প্রার্থনা বাংলা আমার শত জনমের প্রার্থনা উপমার আড়ালে লুকিয়ে থাক অভিমান বাংলা আমার লাখো ত্যাগের অভিধান বায়ান্ন আমার দখিন বাহু তর্জনী স্লোগান একাত্তর আমার সৌধচূড়া আগমনী গান
0 Comments