যেন রোদেলা কোন দুপুরে
ছায়া হয়ে দাঁড়ালে
বন্ধুর মতো
আধারে, দিন ভুলে
নতুন গল্পে দিলে
প্রেরনা শত
ও প্রিয়, আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের
ভোরে
থেকো এমন
বন্ধু হউ যদি
তবে সঙ্গী হবো আমি
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি
বন্ধু হউ যদি
তবে সঙ্গী হবো আমি
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি
যেন এলে ছুঁতে
এ মনে আছে অনুভূতি যতো
শেষ রাতের প্রার্থনায়
তোমায় ছেয়ে যাই অবিরত
ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের
ভোরে
থাকবো দুজন
বন্ধু হউ যদি
তবে সঙ্গী হবো আমি
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি
বন্ধু হউ যদি
তবে সঙ্গী হবো আমি
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি
যেন নতুন গল্পের শুরু
এখানেই
নিয়ে আশা শত
নতুন আলো হয়ে দাঁড়িয়ে
দুজন রঙ ছড়াবো পারি যত
ও প্রিয়, আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের
ভোরে
থাকবো দুজন
বন্ধু হউ যদি
তবে সঙ্গী হবো আমি
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি
বন্ধু হউ যদি
তবে সঙ্গী হবো আমি
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি