শনশন, যদিও কাশবন দুলছে মন, দমকা হাওয়ায় সারাক্ষন
মেঘের ইশারা চাই যখন।
টিপটিপ বৃষ্টি নামবে, স্বপ্ন ভাঙ্গবে, কিছুটা উচ্ছ্বাস ডেকে আনবে
হারিয়ে গেলেই প্রতিক্ষন।
ঝড়ো হাওয়া … ফিরে যাওয়া … তারা ঢাকা অশ্রুঋণ
আনবে কোনো সোনালি দিন।।
এই আকাশ জুড়ে স্বপ্নপুরে, ফিরছে যারা অনেক দূরে
দুচোখ জুড়ে স্বপ্নদিন।।
সন্ধ্যা হল আঁধার নামল সেই কখন
গল্পে গল্পে কেটে গেল সারাটাক্ষণ
মেঘের দেশে, বৃষ্টি শেষে, ভেসে ভেসে কোন সুদূরে
দমকা হাওয়ায় উড়ছে মন।
তবু, সুযোগ পেলে, দু’হাত মেলে, সরব চোখে হারিয়ে গেলে
ফিরবে কি আর সোনালি দিন?
shonshon kashbon
কথাঃ জিয়া, সুরঃ শাফিন
ব্যান্ড: শিরোনামহীন
0 Comments