চিঠি পৌঁছে যাবে, শহর জোড়া
চিঠি পৌঁছে যাবে, সবুজ গ্রামে
চিঠি পৌঁছে যাবে, পৃথিবীর প্রান্তে
চিঠি পৌঁছে যাবে রঙ্গিন খামে।
চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে
আসছে খবর; হবে ক্ষিধের অবসান
রুদ্ধ দারিদ্রের চেনা ঠিকানায়
চলে যাক চিঠি সবুজ ভরসায় ।।
একটা চিঠি, যার বিবরন ছিল লক্ষ শিশুর ইতিহাস
শিশুর দুচোখে কান্নায় লেখা ছিল, ক্ষিধে মুক্তির বসবাস
একটা রঙ্গিন খামে ঠিকানা ছিল, কোন এক সবুজ গ্রাম
শিক্ষার সংলাপে দূর হয়ে যাবে দারিদ্রের অভিধান…
চিঠি পৌঁছে যাবে, ক্ষিধের ঠিকানায়
চিঠি পৌঁছে যাবে, অপার আশায়
চিঠি পৌঁছে যাবে, মনের প্রান্তে
চিঠি পৌঁছে যাবে… ভালবাসায়।।
চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে……
অন্ধ/রুদ্ধ দারিদ্রের চির/চেনা ঠিকানায়
চলে যাক চিঠি সবুজ ভরসায় ।।


chiti - চিঠি পৌঁছে যাবে, শহর জোড়া (শিরোনামহীন)

Chiti
কথাঃ জিয়া, সুরঃ শাফিন/জিয়া
ব্যান্ড: শিরোনামহীন