কোথায় যেন বৃষ্টির রিমঝিম শোনা যায়
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে শন্শন্
বৃষ্টির উচ্ছ্বাস ছুঁয়ে যায় নাগরিক উপকূল
রিমঝিম রিমঝিম নাচলো আমার মন।
অনেকদিন, অপেক্ষায়, সমান্তরাল খেকেই গেল জেব্রাক্রসিং
বৃষ্টির প্রার্থনায় কাশফুল নতজানু; উড়ে চলে তৃষ্ণার্ত রংহীন ফড়িং …
আজ জানালার বাইরে একঝাঁক বৃষ্টির রিমঝিম রিমঝিম
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে …
রাস্তার সিগনালে কন্ডাকটর জেব্রাক্রসিং
অনেকদিন হেরে যাওয়া মন দিল ধুঁয়ে।।
রাজপথে ছুটে যায় যান্ত্রিক ফড়িং আর রিক্সায় আঁকা পেইন্টিং
নাগরিক বৃষ্টির ছাঁটে রবীন্দ্রনাথ অসহায়, তাই কন্ডাকটর জেব্রাক্রসিং
প্রেমিকার উচ্ছ্বাসে “বাদল দিনের প্রথম কদম ফুল” যদিও করতেই হবে দান
হৃদয়ের খুব কাছে জমে থাকা অভিমানে নাগরিক বৃষ্টির এই গান।।
অনেকযুগ, অপেক্ষায়, মেঘের ভেলায় ভেসেই গেল এ দিন
নাগরিক উচ্ছ্বাসে কাশফুল নতজানু; উড়ে চলে তৃষ্ণার্ত রংহীন ফড়িং …

brishti kabbo - কোথায় যেন বৃষ্টির রিমঝিম শোনা যায় (শিরোনামহীন)

Brishti kabbo
কথা ও সুরঃ জিয়া
ব্যান্ড: শিরোনামহীন

Martin scorsese ‘র Taxi Driver চলচ্চিত্র দেখে অসম্ভব অনুপ্রানিত হয়েছিলাম। একদিন বৃষ্টি এসে শহরের সব ধুলোময়লা, ক্রোধ, অপমান, বঞ্চিত হবার গ্লানি ধুয়ে নিয়ে যাবে।
আমাদের শহরে কি কখনও এমন বৃষ্টি আসবে? নাকি নাগরিক ব্যস্ততায় আমরা বুঝতেই পারিনি; এমন বৃষ্টি এসেছিল কোন এক উদাস দুপুরে। আমরা বরণ করে নেইনি বলে অভিমানী বৃষ্টি থমকে গেল নগরের উপকুলে। শহরের জেব্রা ক্রসিং তাকে অর্কেস্ট্রার কন্ডাকটরের মত নির্লিপ্ত মিখে জানিয়ে দিল “এখানে ব্যস্ত জনতা রাস্তা রাস্তা পার হচ্ছে, তুমি আর ঢুকতে পারবে না।“ রবীন্দ্রনাথ এই সময়ে কি বৃষ্টি উদযাপন করতেন? নাকি অসহায় কন্ডাকটর সেজে জেব্রা ক্রসিং এ দাঁড়িয়ে হিসেব করতেন; কবে সমান্তরাল রেখাগুলো হাত মেলাবে?