এখানে নত সময়ে বোবা
শহর ফেটে পড়ে
...
বাকরূদ্ধ মানুষের
রূদ্ধ ক্রোধে
গ্রেনেডের নীরবতা থেমে
আছে
...
কবে আবার মিছিল হবে?
...
স্বপ্নের অনাগত অদেখা
জুড়ে
...
সময়ের বিপন্ন
অস্থিরতা
অন্ধ মানুষ পায়ে হেঁটে
শহীদ স্মৃতির হিম
মিনারে
...
তবুও আসে ভালবেসে।
এখানে বেড়ে ওঠে শহীদ
মিনার
...
পুস্প স্বদেশ
স্বপ্নহীন একা আঁধার।
মৃত মানুষ অচেনা ভয়ে
মাতৃভূমির ছায়াগারে
...
বেঁচে থাকে গ্রেনেডের
গ্রথিত গর্জনে।
...
তোমাদের ভুল শব্দে লেখা
স্বপ্নগুলো জানালা
বদ্ধ ঘরে
...
বাতাসের অনাহারে বেঁচে
আছে আহত বাংলাদেশ
...
স্বাধীনতা লেগে আছে
তবুও বিকেলের বৃদ্ধ
রোদে
...
মানুষের মিছিলে আজও
জেগে আছে মাথা তুলে
শহীদ একুশে।
...
এখানে নত সময়ে বোবা
মানব অন্ধ চোখে
...
শহীদ স্মরণ করে হেঁটে
হেঁটে
নিজের স্মৃতির
অন্ধকারে ফিরে আসে
...
ফিরে আসে...

bangladesh sriti o amra (Artcell) lyrics - আহত বাংলাদেশ