হলদে পথের সলতে আলোয়,
নিভু নিভু প্রায় বৃষ্টি
ফোঁটায়
আপন মাঝেই সৃষ্ট তুকে,
আপন হাতেই নষ্ট না হয়
বুকের ভেতর জমাট আছ,
নিরব স্মৃতি নিরন্তর
বাজে
স্রোতের শেষে তুই একলা
যাবি, ভয় পেয়ে তুই কেন
পালাবি?
ঢেউয়ের সাথে যুঝতে
গিয়ে, ভুলের ভয়ে
ভুলগুলোকে
ভালবাসার আকার দিবি
হলদে পথের সলতে আলোয়,
নিভু নিভু প্রায় বৃষ্টি
ফোঁটায়
আপন মাঝেই সৃষ্ট তুকে,
আপন হাতেই নষ্ট না হয়
বুকের ভেতর জমাট আছ,
নিরব স্মৃতি নিরন্তর
বাজে
স্রোতের শেষে তুই একলা
যাবি, ভয় পেয়ে তুই কেন
পালাবি?
ঢেউয়ের সাথে যুঝতে
গিয়ে, ভুলের ভয়ে
ভুলগুলোকে
ভালবাসার আকার দিবি