আদিম অকৃত্রিম বর্ণমালা সে জানে, ক্ষণিকের পরিচয়ে ছন্দপতনে প্রাণে। পাজরের সেই হাঁড় হঠাৎ ব্যাথায় কাতর সে যে ছুটে যায় ঐ হৃদয়ের বাম প্রকোষ্ঠে । ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ ভীত সন্ত্রস্থ ঐ আদি মানবী দেখে, স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই। মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা এই প্রেম । তুমি জানো আমি তোমার তুমি জানো আমি তোমার তুমি আমার সেই পাজরের ভাঙ্গা হাওয়া । অপ্সরী আমি দেখিনি গল্প শুনেছি অনেক বর্ণনা সে যে ফিকে তোমার আদিম ইশারায় আদি মানবী কি ছলনা নাকি প্রকোষ্ঠ বন্ধনী! আমি জেনেছি করে হেয়ালি আমি দীপ্র সে আমারি । ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ ভীত সন্ত্রস্থ ঐ আদি মানবী দেখে। স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই। মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা এই প্রেম । তুমি জানো আমি তোমার তুমি জানো আমি তোমার তুমি আমার সেই পাঁজরের ভাঙ্গা হাওয়া । স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই। মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা এই প্রেম । তুমি জানো আমি তোমার তুমি জানো আমি তোমার তুমি আমার সেই পাঁজরের ভাঙ্গা হাওয়া । তুমি জানো আমি তোমার তুমি জানো আমি তোমার তুমি আমার সেই পাজরের ভাঙ্গা হাওয়া ।
0 Comments