ঠিক দু বছর আগে
এই নষ্ট পৃথিবী ছেড়ে
কালো এক ক্যান্সারে
চলে গেছি বহুদূরে
নাহয় সে আমি নেই বেঁচে
তুমি তবু দেখো খুঁজে
হয়তো কোথাও পাবে আমাকে
হয়তো কোথাও পাবে আমাকে
বুকশেলফ এর অগোছালো
বইয়ে
সিগারেট নিঃস্ব
অভিমানী ছাইয়ে
তোমার ঘরের চার দেয়ালের
মাঝে
বিরক্তিকর দুপুর আর
সাজে
খোলা জানালার নীল
পর্দায়
আমাদের প্রিয় রূপালী
সন্ধ্যায়
পুড়ে থাকে পিতলের
এ্যাশট্রেতে
তারাদের কথোপকথনের এই
রাতে
নাহয় সে আমি নেই বেঁচে
তুমি তবু দেখো খুঁজে
হয়তো কোথাও পাবে আমাকে
হয়তো কোথাও পাবে আমাকে
ডায়রির ছেঁড়া কোনো
নিঃশ্চুপ পাতায়
মাঝরাতে কখনো কারো
কেঁদে উঠায়
পুরনো হয়ে যাওয়া ছবির
ফ্রেমে
নীল আকাশ আর রঙধনুর
প্রেমে
রোদ ঝড়ানো এক শান্ত
দুপুরে
মাতাল করা সেই গানের
সুরে
অবুঝ কিশোরীর এক অজানা
সুখে
তোমার কান্না জমে থাকা
বুকে
নাহয় আমি নেই বেঁচে
তুমি তবু দেখো খুঁজে
হয়তো কোথাও পাবে আমাকে
হয়তো কোথাও পাবে আমাকে
ঠিক দু বছর আগে
এই নষ্ট পৃথিবী ছেড়ে
কালো এক ক্যান্সারে
চলে গেছি বহুদূরে
নাহয় সে আমি নেই বেঁচে
তুমি তবু দেখো খুঁজে
হয়তো কোথাও পাবে আমাকে
হয়তো কোথাও পাবে আমাকে