ও অভিমানী
রুপোলি জলের প্রভায়
হৃদয়
আমার ভেতরে রাখতে
দুপুর গড়িয়ে সন্ধ্যা
হলেও
আমায় ছুঁয়ে থাকতে
সেখানে হঠাৎ মেঘের
প্রপাত্
করলো আঁধার উল্লাস
কারণটা কী জানা হয়নি
সেই থেকে একা বসবাস
ও অভিমানী
এতো পিছুটান এতো অভিমান
এখনও চোখের ভাষায়
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবারও তোমার ঐ
আঙুলে
আমার আঙুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর
গলে
আছি তোমার তোমারই থাকবো
ও ও ওও ওওও ওও ও ও
দশমীর ভাঙ্গা চাঁদ
আবারও একসাথে দেখবো
শ্রাবণের ধারাতে
আবারও একসাথে ভিজবো
এতো অভিমান, এতো
পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবারও তোমার ঐ
আঙুলে
আমার আঙুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর
গলে
আছি তোমার তোমারই থাকবো
রুপোলি সে জলের প্রভা
এখনও আমার এ মন
তুলনা করো না
তুমি আগেও করতে যেমন
এতো অভিমান, এতো
পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবারও তোমার ঐ
আঙুলে
আমার আঙুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর
গলে
আছি তোমার তোমারই থাকবো
ও ও ওও ওওও ওও ও ও